জাপানে বানর ধরতে মাঠে পুলিশ

ছবি : বিবিসি

আর্ন্তজাতিক ডেস্ক: জাপানের ইয়ামাগুচি শহরে তাণ্ডব চালিয়েছে একদল বানর। এতে করে বানর ধরতে চেতনানাশক বন্দুকসহ মাঠে নেমেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরে জাপানে ইয়ামাগুচি শহরে নেটিজেনদের ওপর বানরের নজিরবিহীন আক্রমণে বাধ্য হয়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বানরটি একটি বিদ্যালয়ে শিশুসহ ১৮ জনকে আক্রমণ করে। এতে চার বছরের একটি শিশু মারাত্মকভাবে আহত হয়। এরপরই বানর ধরতে মাঠে নেমেছে পুলিশ। ইয়ামাগুচি শহরে গেলো কয়েক সপ্তাহে ‘জাপানি ম্যাকাক’ নামে পরিচিত বানরদের আক্রমণে অন্তত ৪২ জন মানুষ আহত হয়েছে।

প্রথম দিকে শিশু ও নারীদের ওপর আক্রমণ চালালেও এখন এরা বয়স্কদের ওপরও হামলা করছে। কিছুদিন আগে এক মসজিদের পাশে কিছু বয়স্ককে আক্রমণ করে বানর। পুলিশ প্রথমে ফাঁদ পেতে বানর ধরার চেষ্টা করে। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। ফলে এই কাজে আরও পুলিশ সদস্য নিয়োজিত করা হয়। কিন্তু এর পরেও ঠেকানো যায়নি বানরদের।

খবর: (বিবিসি)