ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে বড় উত্থানের পথে শেয়ারবাজার

বিদেশি বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক: ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে প্রথম ঘন্টায় সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার (২৬ জুলাই,২০২২ ) বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

তথ্য সূত্র মতে, বেলা ৩টায় অর্থ মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা (এক্সপোজার), কস্ট প্রাইজ ও বন্ডকে কোন পদ্ধতিতে এক্সপোজার সীমা থেকে বাইরে রাখা যায় এসব বিষয়ে সিদ্ধান্তের সম্ভাবনা রয়েছে।

এদিন বেলা ১১টা পর্যন্ত শেয়ারবাজারে প্রথম ঘন্টায় সূচক বেড়েছে ৭৮ পয়েন্ট। এছাড়া ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪০ কোটি টাকা।

এদিকে বাজার পর্যালোচনা করে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৬১ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৭টির, কমেছে ৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।