শপথ নিলেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম আদিবাসী ও দ্বীতীয় নারী প্রেসিডেন্টে দ্রৌপদী মুর্মু।

আজ সোমবার,(২৫জুলায়) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে নয়াদিল্লিতে পার্লামেন্টের সেন্ট্রাল হলে শপথ অনুষ্ঠান শুরু হয়। নতুন রাষ্টপতিকে শপথবাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা।

গেলো ১৮ জুলাই প্রেসিডেন্ট নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর প্রার্থী ছিলেন ঝাড়খণ্ডের সাবেক গভর্নর দ্রৌপদী মুর্মু ।

ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। তিনি উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোট পেয়েছেন। এবং তিনি বিজয়ী হন ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে। বিরোধীদলীয় প্রার্থী যশবন্ত সিনহা ছিলেন তার প্রতিদ্বন্দ্বী।

নতুন রাষ্ট্রপতিকে গান স্যালুট দেওয়া হবে শপথ গ্রহন এর পর। শপথ কার্যকর্ম সেন্ট্রাল হলে জাতির উদ্দেশে ভাষণ ভারতের এই নতুন রাষ্টপতি। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লাসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত থাকবেন।

সূত্র:খবর এনডিটিভির।