কেয়ারটেকার সরকার দিন চা খাব: মির্জা ফখরুল

বাজেটে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নিউজ ডেস্ক: ‘রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা পায় কষ্ট। বর্তমানে দেশে মানুষের টিকে থাকা দুর্বিষহ হয়ে উঠেছে বলে মস্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার (২৪ জুলাই) প্রেসক্লাবে বিদ্যুৎ ও জ্বালানিখাতে চলমান সংকট নিয়ে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন,আপনারা কেয়ারটেকার সরকার মেনে নিন। আমরা চা খাব, কোনো সমস্যা নেই। আর পদত্যাগ করুন, নতুন নির্বাচন কমিশন গঠন করুন শুধু মিলিটারিরা ডিকটেটর হয় না, ইলেকশনে জিতেও কিন্তু ডিকটেটর হয়।

তিনি আরো বলেন, ‘গোটা দেশের মানুষ এখন বিদ্যুতের অভাবে কষ্ট পাচ্ছে। যা নিয়ে কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের সরকারই পরিবর্তন হয়ে গেছে। তাদের অবস্থা দেখে এখন মানুষ হাসে, তাদের যে মাপের জুতো দরকার তার থেকে বড় পরছে তাই হোচট খেয়ে পড়ছে।

’বিদ্যুৎ সংকটে ও গ্যাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, গেলো ১৫ বছরে তারা (আওয়ামী লীগ) কোনো গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেনি। তারা শুধু হাজার হাজার টাকা লুট করে বিদেশে পাচার করছে। বিদেশে তাদের সেকেন্ড হোম গড়ে তুলেছে।