ইউরোপে ছড়িয়ে পড়ছে দাবানল, বাড়ছে তাপমাত্রা

নিউজ ডেস্ক: প্রচন্ড তাপপ্রবাহে ইউরোপে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। দাবানলে পুড়ছে ফ্রান্স, স্পেন ও পর্তুগালের মতো দেশগুলো। এই দাবানল সৃষ্টি হয় অঞ্চলগুলোর কিছু অংশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর চলে যাওয়ার পর।

সপ্তাহ ধরে চলা এই দাবানল নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক কর্মীরা যুদ্ধ করে যাচ্ছেন। প্রতিদিনই এই দাবানলের ভয়াবহতা বৃদ্ধী পাচ্ছে। পর্তুগাল, স্পেন ও ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে অগ্নিনির্বাপক কর্মীরা। স্পেন ও পর্তুগালে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত প্রায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

দাবানলের কারণে ফ্রান্সের গিরোন্ডে অঞ্চলে প্রায় ১২ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে নেয়া হয়েছে। ইতালিতে দাবানল ছড়িয়ে পড়ার কারণে জরুরি অবস্থা জারি করেছে।