রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে ইসি

নিউজ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে সংলাপ বসছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন চারটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করবে ইসি।

আজ (১৭ জুলাই), রোববার থেকে নির্বাচনী সংলাপ শুরু করছে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এই সংলাপ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

দলগুলো হলো:

  •  জাতীয়তাবাদী
  • গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম),
  • বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ),
  • বাংলাদেশ কংগ্রেস ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।

সকাল সাড়ে দশটায় শুরু হয় সংলাপ। প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির জন্য সংলাপে দুই ঘণ্টা সময় বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া বাকি দলগুলোর জন্য এক ঘণ্টা সময় নির্ধারণ করেছে ইসি।প্রতিটি দল থেকে ১০ জন করে প্রতিনিধি অংশ নিবে।