টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তামিম

সরিয়ে নিলেন তামিম

নিউজ ডেস্ক: ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ খবরে যখন তৃপ্তির ঢেকুর তুলছিলেন বাংলাদেশি সমর্থকরা, তখন ফেসবুকে এক পোস্টে সবাইকে চমকে দিলেন তামিম ইকবাল।

ওয়েস্ট ইন্ডিজ থেকে তামিম এক ফেসবুক পোস্টে জানালেন,তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে সাবেক হয়ে গেছেন।

তামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।

’২০২০ সালের মার্চের পর থেকে টি-টোয়েন্টি খেলছেন না তামিম। গেলো টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ডাক পেয়েও নিজেকে সরিয়ে নেন তিনি। এর পর ছোট এই ফরম্যাট থেকে ছয় মাসের বিরতিতে যান। সেই বিরতি শেষ হওয়ার আগেই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিব ও মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও শতভাগ সফল হয়েছেন তামিম ইকবাল। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর তামিমের নেতৃত্বে ওয়ানডে সিরিজে উইন্ডিজকে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
শুধু নেতৃত্বই দেননি, ভালো ব্যাটিং করে হয়েছেন সিরিজসেরা।