ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

ঢাকায় ফিরতে শুরু

পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। ঈদের পর দিন বিকেল থেকে অনেকেই ঢাকায় ঢুকতে শুরু করেছেন। যারা অতিরিক্ত ছুটি নেননি এসব মানুষজনই ঢাকা ফিরছেন বেশী।

রোববার (১০ জুলাই) উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। তবে সরকারি-বেসরকারি যেসব কর্মজীবী ঢাকার বাইরে ঈদ উদযাপন করতে গেছেন তাদের অনেকে ১২ ও ১৩ জুলাই ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ফলে অফিস আদালতে পুরোদমে কার্যক্রম শুরু হতে আগামী রোববার (১৬ জুলাই) লেগে যাবে। ওই সময় রাজধানী ফিরতে পারে স্বাভাবিক রূপে।

এবার ঈদুল আজহা উপলক্ষে ঢাকা ছেড়েছেন ৬৬ লাখ মানুষ। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এবার ঈদে শনিবার রাত পর্যন্ত ৬৫ লাখ ৭৮ হাজার সিমের ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।