বাড়ছে করোনা সংক্রামন, বেশি ঝুঁকিতে শিশুরা

করোনাভাইরাস

নিউজ ডেস্ক: দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। চলতি মাসে দুই সপ্তাহের বেশি সময় ধরে পাঁচ শতাংশের বেশি শনাক্তের হার ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় এখন সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশুরা। কারন এখনও ভ্যাকসিন পায়নি ১২ বছরের কম বয়সী শিশুরা। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা ও জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা মানতে কঠোর হওয়ার পরামর্শ তাদের।

করোনা বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে হাসপাতালে খালি বেডের সংখ্যা। রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে বিগত দুই সপ্তাহে প্রায় দুইশত রোগী ভর্তি হয়েছেন। করোনার এই উত্থানে নতুন ঢেউয়ের সংকেত দিচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

জাতীয় কারিগরি বিশেষজ্ঞ কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে অসংখ্য লোকের উপস্থিতি, যেখানে স্বাস্থ্যবিধি মানার কোনো লক্ষণ নেই। সংক্রমণ বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি এটি কাজ করছে । প্রায় অনেক ধরে শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল। আর সেটি ১৫ শতাংশের উপরে চলে গেল। এটি অবশ্যই উদ্বেগের বিষয়।

এছাড়া ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এদের যদি অরক্ষিত রাখি, তাহলে অসুবিধা। যে কারণে আমাদের একটা পরামর্শ ছিল, শিশুদের জন্য ডব্লিউএইচও যখন টিকা অনুমোদন দেবে, আমরা তখন সেটি যেন বিবেচনা করি।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইতোমধ্যে জানিয়েছেন, খুব শিগগিরই শিশুদেরও টিকা দেয়া হবে।