সপ্তাহজুড়ে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

লেনদেনে অংশ

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে (১৯-২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির ৩১৮ কোটি ৮৭ লাখ ৮ হাজার শেয়ার হাতবদল হয়েছে। গেলো সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৩৪৪টি শেয়ার হাতবদল হয়েছে। যা ডিএসইর মোট শেয়ার হাতবদলের ৪.৮৫ শতাংশ।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে শাইন পুকুর সিরামিকস। কোম্পানিটির ২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার টাকার ৮৯৯টি শেয়ার হাতবদল হয়েছে। কোম্পানিটির বাজার মূল্য দাঁড়ায় ১৪৪ কোটি ৮৮ লাখ ৫৫ হাজার টাকা।

এছাড়া তৃতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। কোম্পানিটির ১ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৫৬৪টি শেয়ার হাতবদল হয়েছে। এতে করে কোম্পানিটির বাজার মূল্য দাঁড়ায় ১১৯ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১০৭ কোটি ৩৬ লাখ ৪৭ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয় ৯০ কোটি ২৬ লাখ ৪৭ হাজার টাকা, ফু-ওয়াং ফুড ৬৮ কোটি ৬৩ লাখ ১০ হাজার টাকা, আইপিডিসি ফাইন্যান্স ৬৬ কোটি ৪১ লাখ ৯২ হাজার টাকা, আর একে সিরামিক ৬৫ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকা, মুন্নু ফেব্রিক্স ৫৮ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা এবং সাইফ পাওয়ারটেক ৪৪ কোটি ১৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।