জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় লক্ষাধিক টাকা পুরস্কার জেতার সুযোগ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- (২০২২) লক্ষাধিক টাকা পুরস্কার জেতার সুযোগ। আয়োজক: মারকাযুত তা’লিম আল ইসলামী। উদ্দিষ্ট জনগোষ্ঠী: বাংলাদেশের শৗর্ষস্থানীয় ও মানসম্মত হিফজ মাদ্রাসা বিশেষত ঢাকার শীর্ষস্থানীয় মাদ্রাসাসমূহের শিক্ষার্থীবৃন্দ।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিফজ মাদ্রাসার সম্ভাব্য সংখ্যা ৫০০টির বেশি। সম্ভাব্য প্রতিযোগীর সংখ্যা ১০,০০০ জন শিক্ষার্থী। ঘোষিত পুরস্কার: ১ম পুরস্কার- ৫০,০০০; ২য় পুরস্কার- ৩০,০০০; ৩য় পুরস্কার- ২০,০০০ সহ প্রথম ২০০ জনের জন্য ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি।

প্রতিযোগিতার লক্ষ্য ও উদ্দেশ্য:

  • ১. দেশের সবচেয়ে মেধাবী এক জনগোষ্ঠী হাফেজুল কুরআন শিক্ষার্থীদেরকে একটি নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করা।
  • ২. হাফেজুল কুরআনদের মধ্যে অপেক্ষাকৃত বেশি মেধাবী শিক্ষার্থীদেরকে বাছাই করা।
  • ৩. দেশের সবচেয়ে সম্ভাবনাময়ী এই জনগোষ্ঠী যথাযথ পরিচর্যার অভাবে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে নিজেদের মেধাকে কাজে লাগাতে ব্যর্থ হয়। এই অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিবছর একদল বাছাইকৃত শিক্ষার্থীকে আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত করে একাডেমিক গাইডলাইন দিয়ে নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ করা।
  • ৪. প্রতিযোগিতার মাধ্যমে সৃষ্ট নেটওয়ার্ককে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে দেশের হিফজবিভাগের মেধাবী এই জনগোষ্ঠীর মাঝে সচেতনা বৃদ্ধি করা।