সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত টাকার অংকে লেনদেন হয়েছে ১৮০ কোটি ৩৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩০০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৮৬ পয়েন্টে।

এছাড়া ডিএসইতে ৩৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৭৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, দর কমেছে ৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। এ সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ১৪ লাখ টাকা।