ফের বাড়ল অপরিশোধিত তেলের দাম

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহে অপরিশোধিত তেলের দাম হ্রাস পেলেও আজ (২১ জুন) ফের দাম বেড়েছে।  লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

মন্দার কারণে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যে চাহিদা হ্রাস পাওয়ার চেয়ে বিনিয়োগকারীরা এর সরবরাহ সংকুচিত হওয়ার বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন।

রয়টার্স জানিয়েছে, ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম মঙ্গলবার ১ শতাংশ বেড়েছে। বর্তমানে এক ব্যারেল ব্রেন্ট ক্রুডের মূল্য ১১৫.২১ ডলার। এর আগের সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ৭.৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেলের দাম ২.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১২.০১ ডলার। গেলো সপ্তাহে এর দাম কমেছিল ৯.২ শতাংশ।