শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

দর বৃদ্ধির শীর্ষ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ার হাতবদলের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিডেট। এদিন কোম্পানিটির ১১২ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কোম্পানিটির ৪৬ কোটি ২০ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস। কোম্পানিটির ৪৫ কোটি ২ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো: আরএকে সিরামিক, সাইফ পাওয়ারটেক, জেএমআই হসপিটাল, আনোয়ার গ্যালভানাইজিং, আইপিডিসি ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড এবং ওরিয়ন ফার্মা।