মিত্রদেশগুলোকে সতর্ক বার্তা ব্রিটিশ প্রধানমন্ত্রীর

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মিত্রদেশগুলোকে দিলেন সতর্ক বার্তা। এ সময় তিনি বলেছেন, তারা যেন ইউক্রেনে লম্বা সময় যুদ্ধ হবে সেই হিসাব কষে প্রস্তুতি নেন। যদি লম্বা সময়ের জন্য যুদ্ধ করার মানসিকতা না থাকে তাহলে এ ‘যুদ্ধে জয় পাবে রাশিয়া’। তিনি বলেছেন তখন এটি হবে, ‘দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর আগ্রাসনের সবচেয়ে বড় বিজয়’।

গণমাধ্যম সানডে টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে বরিস জনসন বলেছেন, ইউক্রেনের বিদেশী মিত্রদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে, টিকে থাকার জন্য তাদের সহ্য করার ক্ষমতা আছে এবং সবশেষে জয়ী হবে।

সময়কে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, সময় হলো এখন গুরুত্বপূর্ণ বিষয়। সবকিছু নির্ভর করবে ইউক্রেন কি রাশিয়ার আগে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে কিনা, নিজ দেশকে রক্ষা করতে। জনসন জানিয়েছেন, তাদের কাজ হলো রাশিয়া নিজেদের পুনর্গঠন করার আগে ইউক্রেনকে সেই সক্ষমতা অর্জনে সহায়তা করতে হবে।

সূত্র: (আল জাজিরা)