সপ্তাহজুড়ে শেয়ার হাতবদলের শীর্ষে যেসব কোম্পানি

পতন থেমেছে শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক: গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার হাতবদলের শীর্ষে করেছে শাইনপুকুর সিরামিকস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩৬ কোটি ৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৫ কোটি ৬৫ হাজার ১৫৪টি শেয়ার হাতবদল হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৮৫ শতাংশ। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫৭ লাখ ১০ হাজার ২৯২টি শেয়ার হাতবদল হয়েছে।

যার বাজার মূল্য ২০৬ কোটি ৪০ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৬ লাখ ৪ হাজার ৬২৯টি শেয়ার হাতবদল হয়েছে। যার বাজার মূল্য ১৭২ কোটি ৬৬ লাখ ৯১ হাজার টাকা।

অন্যান্য কোম্পানিগুলো হলো: জেএমআই হসপিটালের ১৩৮ কোটি ৪৩ লাখ ২৭ হাজার টাকার, আর একে সিরামিকের ১০৪ কোটি ১২ লাখ ৪২ হাজার টাকার, মুন্নু ফেব্রিক্সের ৭১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকার, বিডিকমের ৭০ কোটি ৮৯ লাখ ৪৮ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৬৮ কোটি ২ লাখ ৬২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ৬২ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ৫৭ কোটি ২৬ লাখ ৬২ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।