আইডিআরএ চেয়ারম্যান মোশাররফ হোসেনের পদত্যাগ

মোশাররফ হোসেনের পদত্যাগ

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (১৫ জুন) তিনি অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

আইডিআরএ চেয়ারমানের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তার বিরুদ্ধে ৪০ কোটি ৮১ লাখ টাকার দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পেয়েছে বলে সম্প্রতি আদালতে জমা দেওয়া এক প্রতিবেদনে উল্লেখ করেছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশনেও (দুদক) এই রিপোর্ট জমা দিয়েছে সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে গত ১ জুন দুদক থেকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আইডিআরএ চেয়ারম্যানের কাছে সম্পদের হিসাব চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তাকে দুদকের কাছে সম্পদ বিবরণী জমা দিতে বলা হয়েছে।