প্রথম ঘন্টায় লেনদেন ২৩০ কোটি টাকা

share up

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এদিন বেলা ১১টা ১০মিনিট পর্যন্ত ২৩০ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায় ডিএসই ব্রড ইনডেক্স ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৯৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৩ টির, দর কমেছে ৭৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৮ টির। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৬৩ পয়েন্টে।