ভারতে পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের রাজধানী দিল্লির জামিয়া নগরে একটি ইলেক্ট্রিক গাড়ি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। দমকলের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিন ভোর ৫টার দিকে জামিয়া নগরের ওই ইলেক্ট্রিক গাড়ির পার্কিং লটে লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি ইলেক্ট্রিক গাড়ি, একটি বাইক, দু’টি স্কুটি এবং ৩০টি নতুন ই-রিকশা।

এছাড়া আরও অন্তত ৫০টি ই-রিকশার কিছু অংশ পুড়ে গেছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দমকল কর্মীরা জানিয়েছেন। তবে, কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। সম্প্রতি দিল্লিতে পর পর কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে।

গেলো মাসে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হয় ২৭ জনের। আহত হন আরও অনেকে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

সূত্র: (আনন্দবাজার পত্রিকার)