আসছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট

২০২২-২৩ নতুন অর্থবছরে আসছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য সূত্র অনুযায়ী, নতুন অর্থবছরের বাজেটটি চলতি অর্থবছরের বাজটেরে তুলনায় ৭৫ হাজার কোটি টাকা বেশি।

এবারে বাজেটের পরিমাণ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সংশোধিত বাজটে তা ১০ হাজার কোটি টাকার মতো কমে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি মাসের ৯ তারিখে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে সার্বিক ঘাটতি থাকতে পারে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা।

ঘাটতি মেটাতে বিদেশ থেকে ঋণ নেয়া হবে ৯৫ হাজার ৪৮৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। এ ছাড়া অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)পরিমাণ থাকছে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।