ব্লক মার্কেটে দুই কোম্পানির বিশাল লেনদেন

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্লক মার্কেটে দৃই কোম্পানির বিশাল লেনদেন হয়েছে। কোম্পানি দুটি হলো আইপিডিসি ফিন্যান্স ও ডেলটা লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেনে অংশ নেয়া ২৬টি কোম্পানির মোট ৪০ কোটি ২৭ লক্ষ টাকার লেনদেন হয়। ব্লক মার্কেটে আজ আইপিডিসি ফিন্যান্স’র সবচেয়ে বেশি লেনদেন হয়। এদিন কোম্পানিটির প্রায় ১৭ কোটি ৯৯ লক্ষ টাকার লেনদেন হয় এবং ডেলটা লাইফের লেনদেন হয় ৮ কোটি ৭ লক্ষ টাকার।

এছাড়া সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৫ কোটি ৫২ লক্ষ টাকার, জিএসপি ফাইন্যান্সের ৪ কোটি ২৪ লক্ষ টাকার ভিএফএস থ্রেডের ১ কোটি ৫৯ লক্ষ টাকার, এসিআই ফর্মুলেশন্স এর ১৬ লক্ষ টাকার লেনদেন হয়।