শেখ হাসিনা হত্যাচেষ্টার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আব্দুল হাই গ্রেফতার

প্রতীকী হাতকড়া (আমাদের সময়)

গোপলগঞ্জের কোটালীপড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শখ হাসিনাকে হত্যাচেষ্টা (২০ জুলাই ২০০০) ও রমনা বটমূলে বোমা হামলার (২০০১ সালে ১৪ এপ্রিল) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মুফতি আব্দুল হাইকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২৫ মে) রাতে র‌্যাব-২ এর একটি দল জঙ্গিগোষ্ঠী হরকাতুল জিহাদ বাংলাদেশের সাবেক আমির ও প্রতিষ্ঠাতা সদস্য মুফতি আব্দুল হাইকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেফতার করে।

র‌্যাব সদর দপ্তরের সহকারি পরিচালক (গণমাধ্যম) আ ন ম ইমরান খান হুজিবি’র নেতা আব্দুল হাইকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

হুজিবি নেতা আব্দুল হাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি বোমা পুঁতে রেখে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার এবং রমনা বটমূলে বোমা হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়াও তিনি আরও মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী। তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দিতে।