১৫ থেকে ২১ জুন ষষ্ঠ জনশুমারি

ষষ্ঠ জনশুমারি

ষষ্ঠ জনশুমারি ও গৃহ গণনা ত্রুটিমুক্ত ও সফল করতে দেশবাসীকে প্রয়োজনীয় সব ধরণের তথ্য প্রদানের আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী ১৫ থেকে ২১ জুন ষষ্ঠ জনশুমারির গণনা চলবে।

অর্থমন্ত্রী বলেন, আমার আন্তরিক অনুরোধ জনশুমারিতে সকলে যেন তথ্য সরবরাহ করে। কেউ যেন গণনার বাহিরে না থাকে এবং এই বড় উদ্যোগটি যেন সফল হয়। এসময় জনশুমারী সম্পর্কে অসত্য তথ্য প্র্রচার করে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

গতকাল বুধবার (২৫ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে জেলা শুমারি সমন্বয় কাম মাস্টার প্রশিক্ষকদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মোহম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

এছাড়া আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. শামসুল আরেফিন এবং পরিসংখ্যান ও তথ্যবিজ্ঞান বিভাগের সচিবস ড.শাহনাজ আরেফিন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।