বিএনএমপিসি’র অধ্যক্ষের ২৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন

দেশ সমাচার ডেস্ক : জাতীয় শিক্ষা সপ্তাহ – ২০২২ এ থানা পর্যায়ের শ্রেষ্ঠ নির্বাচন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অধ্যক্ষ সহ মোট ২৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এর অধ্যক্ষ লে. কর্নেল মোঃ মিজানুর রহমান পিএসসি, পিএইচডি, এইসি।

এতে করে স্যারকে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় কলেজের অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে এ শুভেচ্ছা জানান।

  • শ্রেষ্ঠ অধ্যক্ষ- লে. কর্নেল মোঃ মিজানুর রহমান পিএসসি, পিএইচডি, এইসি
  • শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ গ্রুপ
  •  শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক- মাহমুদা আক্তার
  •  বাংলা রচনা- নাজিফা তাফান্নুন ৮ম শ্রেণি
  •  ইংলিশ রচনা- নাজিফা তাফান্নুন ৮ম শ্রেণি
  •  রবীন্দ্র সঙ্গীত – হৃহান সাহা
  • উচ্চাঙ্গ সঙ্গীত – জুবায়ের ইসলাম জিশান
  • নৃত্য (উচ্চাঙ্গ) – তাহিয়া তারান্নুম খান
  • লোক নৃত্য – তাহিয়া তারান্নুম খান
  • কেরাত – কাজী শিব্বির আহমদ
  •  হামদ নাত – ঋষভ সাহা
  • বিতর্ক প্রতিযোগিতা – আজমাইন সাদাত
  •  রবীন্দ্র সঙ্গীত – (৯ম/১০ম)- ঋষভ সাহা
  • নজরুল সঙ্গীত – ঋষভ সাহা
  •  উচ্চাঙ্গ সঙ্গীত – বিদিশা মন্ডল
  •  নৃত্য (উচ্চাঙ্গ)- সুবাইতা জাফনুন নুহা
  •  লোক নৃত্য – তাসমিয়া তাকিয়া মাহজাবীন আনিশা
  •  কেরাত (একাদশ- দ্বাদশ)- আব্দুল্লাহ আরাফাত
  • হামদ নাত- আব্দুল্লাহ আরাফাত
  •  ইংলিশ বক্তব্য – জাইমা আজাদ
  • বাংলা কবিতা – আনিকা আন্জুমী অরিন
  •  বিতর্ক প্রতিযোগিতা – সাওদা রাহনুমা
  •  দেশাত্মবোধক গান – সানজানা ইসলাম দোলা
  • রবীন্দ্র সঙ্গীত – সানজানা ইসলাম দোলা
  •  নজরুল সঙ্গীত – আবু তাহের জিলানী
  • নির্ধারিত বক্তব্য – ফাহমিদা হোসেন চারু
  • লোক নৃত্য – আদিবা ভূঁইয়া