টানা তৃতীয় দিন সূচক পতনে সেঞ্চুরি

সূচক পতনে সেঞ্চুরি

টানা তৃতীয় দিনের মতো সূচকের ভয়াবহ দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৮ মে,২০২২) দুপুর আড়াইটায় সূচক পড়ে যায় ১০৫ পয়েন্ট।

রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৭ পয়েন্টে। দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ৩০৬ টি কোম্পানির শেয়ার। বেড়েছে ৪৩ কোম্পানীর শেয়ার এবং দাম অপরিবর্তিত আছে ৩২ টি কোম্পানীর শেয়ার।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসই এক্স ৯৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

এর আগে সোম এবং মঙ্গলবারও সূচকের ভয়াবহ পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়।