বাধ্যতামূলক ছুটিতে ডিএসই’র জিএম আসাদ

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে তদন্ত করার নির্দেশ দেওয়ার পর বাধ্যতামূলক ছুটিতে গেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মহাব্যবস্থাপক (ডিএম) ও কোম্পানি সচিব মো. আসাদুর রহমান।

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ছুটিতে পাঠানো হয়।

মঙ্গলবার (১৬ মে) থেকে রোববার (২৯ মে) পর্যন্ত তিনি বাধ্যতামূলক ছুটিতে থাকবেন বলে ডিএসইর এক অফিস সার্কুলারে বলা হয়েছে। এ সময়ে তার দায়িত্ব পালন করবেন ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শফিকুর রহমান।

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ছয় কর্মকর্তাদের বিরুদ্ধে সম্প্রতি তদন্ত করার নির্দেশ দিয়েছে বিএসইসি।

এই ছয় কর্মকর্তার মধ্যে রয়েছেন- ডিএসইর মহাব্যবস্থাপক (ডিএম) মো. সামিউল ইসলাম ও মো. আসাদুর রহমান। এদের সঙ্গে আছেন উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান, মো. সফিকুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র ম্যানেজার মো. রনি ইসলাম ও মো. পাঠান (হারুনুর রশিদ পাঠান)। বিএসইসি তাদের বিরুদ্ধে তদন্ত করে ৩০ জুনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।

সূত্র: জাগোনিউজ.কম