বাংলাদেশে আসছে ইলন মাস্কের স্টারলিংক

ইলন মাস্ক মালিকানাধীন স্পেসএক্সের ইন্টারনেট পরিষেবা প্রতিষ্ঠান সেবা আরও বিস্তৃত হচ্ছে, গ্রাহক সংখ্যা এক লাখ ছাড়িয়েছে এবং এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে গ্রাহক হওয়ার জন্য প্রায় পাঁচ লক্ষ আবেদন জমা হয়েছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক টুইট বার্তায় বলা হয় যে, বর্তমানে বিশ্বের ৩২ টি দেশে স্টারলিংকের সেবা পাওয়া যাচ্ছে এবং স্টারলিংকের সেবা ম্যাপও শেয়ার করা হয়। এতে দেখা গেছে, ২০২৩ সালের দিকে বাংলাদেশে স্টারলিংকের সেবা সহজলভ্য হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জার্মানি, ফ্রান্স ও স্পেনের কিছু অংশসহ বিশ্বের ৩২ টি দেশে সেবা দেয়া স্টারলিংকের সেবা শিগগিরই পেতে যাচ্ছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এছাড়া এ তালিকায় ব্রাজিল এবং সৌদি আরবের নামও রয়েছে।

এ পর্যন্ত ২ হাজার ৩৮৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে স্পেসএক্স। ২০২৭ সালের মধ্যে পৃথিবীর চারপাশের ৪২ হাজার স্যটেলাইট ভাসিয়ে দেয়ার লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে তারা। আর এর মাধ্যমে বিশ্বের প্রত্যন্ত এলাকায় ফাইভজি (5G) এবং ফাইবারের বিকল্প হয়ে উঠবে স্টারলিংক।