টানা দুই দিন সূচক পতনে সেঞ্চুরি করলো শেয়ারবাজার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ মে) ভয়াবহ দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে দেশের পুঁজিবাজারে। টানা দ্বিতীয় দিনের মতো সূচকের পতন ঘটেছে।

লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় দুই শতাংশের কাছাকাছি কমে যায়।

রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩২২ পয়েন্টে। দর হারিয়েছে লেনদেনে অংশ নেওয়া ৩২৭ টি কোম্পানির শেয়ার। বেড়েছে ২২ কোম্পানীর শেয়ার এবং দাম অপরিবর্তিত আছে ২৯ টি কোম্পানীর শেয়ার।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৬মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ভয়াবহ পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এদিন ডিএসই ব্রড ইনডেক্স ১৩৪ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৪৩০ পয়েন্টে।