১ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস ম্যাথুজের 

ডাবল সেঞ্চুরি

দেশ সমাচার ক্রীড়াডেস্ক: বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে সফরকারী শ্রীলংকা । একই সাথে ১৯৯ রানে আউট হলেন শ্রীলংকার ব্যাটসম্যান অ্যাঞ্জলো ম্যাথুজ।

ম্যাথুজ ৩৯৭ বলে ১৯টি চার ও ১টি ছয়ে এ ইনিংসটি গড়েন। অ্যাঞ্জলো ম্যাথুজকে সাজঘরে ফিরান টাইগার স্পিনার নাইম হাসান। এদিন নাইম তৃতীয়বারের ৫ উইকেট শিকারের ব্যক্তিগত রেকর্ড গড়েন।

দ্বিতীয় দিনের প্রথম সেশনে চান্দিমালকে ৬৬ রানে ও উইকেটরক্ষক নিরোশন ডিকবেলাকে ৩ রানে বিদায় করেন টাইগার অফ-স্পিনার নাইম হাসান। আসিথা ফার্নান্দোকে ১ রানে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পূর্ন করেন নাইম।

নাইম ৩০ ওভার বল করে ৪ মেইডেন দিয়ে ১০৫ রানে তুলে নেন মূল্যবান ৫ উইকেট। এছাড়া সাকিব ৩টি ও তাইজুল একটি উইকেট লাভ করেন।