নাইমের পাঁচ উইকেট শিকার 

দেশ সমাচার ক্রীড়াডেস্ক: বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৩৯৭ রানে অলআউট হয়েছে সফরকারী শ্রীলংকা। এদিন সর্বোচ্চ উইকেট শিকারের খাতায় নাম লেখান টাইগার স্পিনার নাইম হাসান। তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন তিনি।

আজ সোমবার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে চান্দিমালকে ৬৬ রানে ও উইকেটরক্ষক নিরোশন ডিকবেলাকে ৩ রানে বিদায় করেন টাইগার অফ-স্পিনার নাইম হাসান। আসিথা ফার্নান্দোকে ১ রানে আউট করে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পূর্ন করেন নাইম।

নাইম ৩০ ওভার বল করে ৪ মেইডেন দিয়ে ১০৫ রানে তুলে নেন মূল্যবান ৫ উইকেট। তন্মধ্যে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ১৯৯ রানে সাজঘরে ফেরান নাইম। এছাড়া সাকিব ৩টি ও তাইজুল ১টি উইকেট শিকার করেন।