সোমবার সূচকের ভয়াবহ পতন, লেনদেনেও ভাটা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৬মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ভয়াবহ পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেশিরভাগ কোম্পানির লেনদেনেও পড়েছে ভাটা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৪৩০ পয়েন্টে। আর শরিআহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৬৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬টির, দর কমেছে ৩৪৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭টির। ডিএসইতে আজকের লেনদেন ছিলো ১ হাজার ২২ কোটি ৭৬ লাখ টাকার, যা আগের কার্যদিবসে ছিলো ৮২৩ কোটি ৩৬ লাখ টাকার।

অপরদিকে, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৬৬ পয়েন্টে। এদিন শেয়ারের দর বেড়েছে ৩৩টির, কমেছে ২৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টি; মোট ৪৩ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।