গুদামে মিলেছে ১ লাখ ২৭ হাজার লিটার সয়াবিন

গুদামে মিলেছে

পাবনা শহরসহ কয়েকটি জায়গায় পাঁচ ব্যবসায়ীর গুদামে লুকিয়ে রাখা এক লাখ ২৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গল ও বুধবার পাবনা জেলা গোয়েন্দা পুলিশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এসব অভিযান পরিচালনা করে।

জেলা গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, পাবনা শহরের দিলালপুর উত্তম কুমার কুন্ডর গুদামে অভিযান চালায়। এ সময় তার গুদামে লুকিয়ে রাখা ৪৬ হাজার ৪০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। ব্যবসায়ী উত্তম কুমার কুন্ড তার গোডাউনে ওই সয়াবিন তেলগুলো বাজারে না ছেড়ে বেশি মুনাফার অসৎ উদ্দেশ্যে মজুদ করেছিল।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট, গুদাম মালিক উত্তম কুমার কুন্ডকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন। পরে জব্দ করা ভোজ্যতেল দুদিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করার নির্দেশ দেয়া হয়।