আবারো সূচকের ব্যাপক পতন

লেনদেন নামলো

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭৩ পয়েন্ট বা ১ শতাংশ কমেছে। কমেছে টাকার অংকে লেনদেনও। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৩৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। যা মঙ্গলবার থেকে ১২২ কোটি ৩৭ লাখ টাকার কম।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান সূচক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৩৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪২০ পয়েন্টে।