মঙ্গলবার সূচক কমছে, বেড়েছে লেনদেন

বন্ধ থাকবে

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসএতে টাকার অংকে লেনদেনও বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর পতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৬৮ লাখ টাকা বেশি। ডিএসই প্রধান সূচক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৬৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৫ পয়েন্টে।