ঈদের ছুটি শেষে দরপতন পুঁজিবাজারে

দর পতনের শীর্ষ

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আজ বৃহস্পতিবার পুঁজিবাজারের প্রথম কর্মদিবস। ছুটির আগের শেষ দিনের মতো আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে বড় ব্যবধানে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৬৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪০১ কোটি ১০ লাখ টাকা কম। গেলো বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ডিএসইতে ৮৬৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৪৩ পয়েন্টে। আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উথানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৬ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।