বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’ সৃষ্টি হচ্ছে

ঘূর্ণিঝড়

শুক্রবার (৬ মে, ২০২২) আন্দামান সাগরে সৃষ্টি হতে পারে সম্ভাব্য লঘুচাপ। ফলে সৃষ্টি হতে পারে এ বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় আসানি। বাংলাদেশের আবহাওয়া অফিসের ধারণা আন্দামান সাগরে সৃষ্ট এ ঘুর্ণিঝড়টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ মে) আবহাওয়াবিদ মো. ওমর ফারুখ বলেন, ‘দক্ষিণ আন্দামান সাগরের সম্ভাব্য লঘুচাপটি আগামীকাল সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত সৃষ্টি হতে যাওয়া এই লঘুচাপটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের দিকে মুখ করে আছে।

তবে এর গতিপথটি একেক সময় একেক দিকে দেখাচ্ছে। এজন্য বলা মুশকিল, এটি তৈরি হলেও আসলে কোন দিকে যাবে। তিনি বলেন, আমাদের প্রাথমিক হিসাব অনুযায়ী এটি পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশে আসবে।

ঘূর্ণিঝড়টি বাংলাদেশের পশ্চিম অঞ্চলে যেতে পারে আবার পূর্বাঞ্চলেও যেতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা। এটি আগামী ১০ থেকে ১২ তারিখের মধ্যে উপকূলে আঘাত হানতে পারে বলেও জানান তিনি।