ফরিদগঞ্জে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সেলাই মেশিন বিতরণ

চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রুহুল আমিন খাঁন ফাউন্ডেশনের উদ্যোগে এই মেশিন বিতরণ করা হয়। এর আগে ৫০ জনকে ৩০ দিনব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে।

রোববার, (১ মে, ২০২২) স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৫০ জন অতি দরিদ্র মহিলার মাঝে এসব মেশিন তুলে দেওয়া হয়।

রুহুল আমিন খাঁন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ মহসিন খাঁনের ব্যক্তিগত অর্থায়নে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। এসময় তিনি বলেন, সমাজের অসহায় এসব নারীদের আত্বনির্ভরশীল করে গড়ে তুলতেই এসব সেলাই মেশিন বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। এলাকার গরীব দুস্থদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

বক্তব্য রাখছেন রুহুল আমিন খাঁন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ব্যবসায়ী  ও সমাজ সেবক মোহাম্মদ মহসিন খাঁন

স্থানীয় চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ শাজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক আ জ ম শাসসুদ্দিন ফারুক মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী মো: তছলিম উদ্দিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।