জাপানের সম্মাননা পাচ্ছেন তিন বাংলাদেশি

জাপানের সম্মাননা

তিন বাংলাদেশিকে জাপান সরকারের সর্বোচ্চ সম্মাননা ‘অর্ডার অব দ্য রাইজিং সান’ সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন জাপান সরকার। তারা হলেন—আবুল কালাম আজাদ, আব্দুল হক এবং এখলাছুর রহমান।

সম্প্রতি ঢাকার জাপান দূতাবাস এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার স্টারস’  পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সমন্বয়কারী (এসডিজি) ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদ।

‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড রেস উইথ রোজেট’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সাবেক সভাপতি, হক’স বে অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক।

ইয়ামাগাটা-ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মো. এখলাছুর রহমান পাচ্ছেন ‘অর্ডার অব দ্য রাইজিং সান, গোল্ড অ্যান্ড সিলভার রেজ’।

১৮৭৫ সালে জাপানের মেইজি সম্রাট অর্ডার অব দ্য রাইজিং সান পুরস্কার প্রবর্তন করেন।