সূচকের পতনে ঈদের আগে শেষ হলো শেয়ারবাজারে লেনদেন

পতন থামছেই না

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে আজ শেষ কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে সব ধরনের মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ৮৬৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৬২ কোটি ৬৭ লাখ টাকা কম।  বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৫৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৪৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৬০ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১২ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ৩৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।