ব্লক মার্কেটে ৪ কোম্পানির বিশাল চমক

ব্লকে তিন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ১৩৯ কোটি ৭৫ লাখ ৬০ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ব্লক মার্কেটে ৪ কোম্পানির বিশাল চমক দেখলো বিনিয়োগকারীরা। এই চার কোম্পানির লেনদেনের পরিমাণ ১২০ কোটি ১ লাখ ৮১ হাজার টাকা।

কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে জিপিএইচ ইস্পাত। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ৩১ লাখ ১৯ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সোনালী পেপারের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ ৭৮ হাজার টাকার।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৩ লাখ ৯৪ হাজার টাকার। চতুর্থ সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ১৮ লাখ ৯০ হাজার টাকার।