হজযাত্রীদের ফ্লাইট শুরু ৩১ মে, টিকিট ১ লাখ ৪০ হাজার টাকা

দেশ সমাচার ডেস্ক : এবার হজ ফ্লাইট শুরু হচ্ছে ৩১ মে থেকে। এতে করে হজযাত্রীদের বিমান ভাড়া নির্ধারণ হয়েছে ১ লাখ ৪০ হাজার টাকা।

আজ বুধবার (২৭ এপ্রিল, ২০২২) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে সভাশেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৭৫টি ফ্লাইটে ৩১ হাজার হজযাত্রী এবার সৌদি আরব যাবেন। এ বছর হাজিদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। এ সময় সচিবালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন হাবের মহাসচিব শাহাদাত হোসেন তসলিম। তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ধর্ম মন্ত্রণালয়ের হাজিদের বিমান ভাড়ার প্রস্তাব ছিল এক লাখ ২৫ হাজার টাকা। বিমান মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে ভাড়া আরও কমানোর জন্য।