শেয়ার দর বেড়েছে যেসব কোম্পানির

হাজার কোটি

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার রেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৭১টির শেয়ার ইউনিট দর বৃদ্ধি পেয়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ইউনিক হোটেলের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ইউনিক হোটলের সমাপনী দর ছিল ৬৩ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর সমাপনী দর হয়েছিল ৬৯ টাকা ৪০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৩০ পয়সা বা ৯.৯৮ পয়সা বৃদ্ধি পেয়েছে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : জেএমআই হসপিটালের ৯.৯৭ শতাংশ, সিমটেক্সের ৬.৭০ শতাংশ, এপেক্স ফুটওয়্যারের ৬.১৭ শতাংশ, বিডি ল্যাম্পসের৫.৯০ শতাংশ, রানার অটোর ৫.৪৬ শতাংশ, অলটেক্সের ৫.২২ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৭১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৬৩ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৪.৬০ শতাংশ দর বেড়েছে।