শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি ইস্টার্ন ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে ইস্টার্ন ব্যাংকের দর ছিল ৩৮ টাকা ৪০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৪ টাকা ৫০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৯০ পয়সা বা ১০.১৫ শতাংশ দর কমেছে। এতে করে ইস্টার্ন ব্যাংক ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৫.২৬ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৪.৯৪ শতাংশ, জেমিনি সী ফুডের ৪.৯৪ শতাংশ, এসএস স্টিলের ৩.৭৮ শতাংশ, লুব রেফের ৩.৭৪ শতাংশ, ন্যাশনাল টির ৩.৬১ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৩.৫০ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৩.৪১ শতাংশ এবং খান ব্রাদার্ষ পিপি ব্যাগের ৩.২০ শতাংশ দর কমেছে।