শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

কমেছে লেনদেন

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪২টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি সমরিতা হসপিটালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে সমরিতা হসপিটালের দর ছিল ৮৬ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৮১ টাকা ৯০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৩০ পয়সা বা ৪.৯৮ শতাংশ দর কমেছে। এতে করে সমরিতা হসপিটাল ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : বীচ হ্যাচারীর ৪.৯৮ শতাংশ, জেএমআই হসপিটালের ৪.৯৬ শতাংশ, যমুনা ব্যাংকের ৪.৮৬ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৪.৮২ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৪.৬৭ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৪১ শতাংশ, আইসিবি ইসলামি ব্যাংকের ৪.৩৪ শতাংশ, ফ্যামিলি টেক্সটাইলের ৪.২৫ শতাংশ এবং ইমাম বাটনের ৪.১১ শতাংশ দর কমেছে।