জমি কিনবে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড

ওয়ালটনের প্রথম প্রান্তিক

দেশ সমাচার ডেস্ক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোর্ড সভায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫৮৮.৩৮ ডেসিমেল জমি কিনবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য সূত্র মতে, জমি কিনতে কোম্পানিটির রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ ছাড়া ৪৪ কোটি ১২ লাখ ৮৫ হাজার টাকা ব্যয় হবে। জমিটি বসুন্ধরা গাজিপুর জেলার চন্দ্রার কালিয়াকৈরে অবস্থিত।

গতকাল ওয়ালটনের পরিচালকবৃন্দের উপস্থিতিতে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানির ভারসাম্য রক্ষা, আধুনিকীকরণ, পূনর্বাসন এবং সম্প্রসারণ সংক্রান্ত উন্নয়নের জন্য এ জমি ব্যববার করবে ওয়ালটন।