সপ্তাহজুড়ে দর বেড়েছে যেসব কোম্পানির

দেশ সমাচার ডেস্ক : সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ২০৪টির দর বেড়েছে, ১৪০টির দর কমেছে এবং ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে সদ্য তালিকাভুক্ত হওয়া জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিকে সপ্তাহের শুরুতে জেএমআই হসপিটালের উদ্বোধনী দর ছিল ৫১ টাকা ৪০ পয়সা। আর সপ্তাহের শেষ কর্মদিবস কোম্পানিটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। তারমানে কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ১০ পয়সা বা ৪৪.৯৪ শতাংশ। এতে করে জেএমআই হসপিটাল ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : বাংলাদেশ শিপিং কর্পোরেশনর ১১.৯৭ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ১০.৯০ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ১০.৮২ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৯.৬৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৯.০২ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮.৮০ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৭.৯০ শতাংশ, বিকন ফার্মার ৬.৮৯ শতাংশ এবং লংকাবাংলা ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ দর বেড়েছে।