সপ্তাহজুড়ে মার্কেট মুভারে ৩ কোম্পানির চমক

শেয়ারবাজারে ইতিবাচক লেনদেন

দেশ সমাচার ডেস্ক : গেলো সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে মার্কেট মুভারের তালিকায় নতুন জায়গা করে নিয়েছে জেএমআই হসপিটাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং বিডিকম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার টাকা।গত সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৫১ টাকা ৪০ পয়সা। আর সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ২৩ টাকা ১০ পয়সা বা ৪৪.৯৪ শতাংশ।

এদিকে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ লাখ ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ১০৫ টাকা ৩০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ১১৭ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১২ টাকা ৬০ পয়সা বা ১১.৯৭ শতাংশ।

এ ছাড়া তথ্য প্রযুক্তি খাতের বিডিকম গেলো দুই মাস যাবত সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছিল। চলতি মাসে দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ গেল সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটি লেনদেনের শীর্ষ তালিকা থেকে ছিটকে পড়ে। গেল সপ্তাহে শীর্ষ তালিকায় কোম্পানিটি ফের যুক্ত হয়েছে। ছিল শীর্ষ লেনদেন তালিকায় ৯ম স্থানে।

সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ১ কোটি ১১ লাখ ৫৩ হাজার ১২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৯ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা। বিদায়ী সপ্তাহের প্রথম কর্মদিবসে কোম্পানিটির উদ্বোধনী দর ছিল ৩৪ টাকা ৯০ পয়সা। আর শেষ কর্মদিবসে ক্লোজিং দর হয়েছে ৩৭ টাকা ২০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ৬.৫৯ শতাংশ।