শেয়ার দর কমেছে যেসব কোম্পানির

সর্বনিম্ন অবস্থানে ডিএসইএক্স

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ৫৫টির শেয়ার ও ইউনিট দর কমেছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রিমিয়ার ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের দর ছিল ১৬ টাকা ২০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ১৪ টাকা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ১৩.৫৮ শতাংশ দর কমেছে। এতে করে প্রিমিয়ার ব্যাংক ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : প্রাইম ব্যাংকের ৪.৯৭ শতাংশ, আইসিবি ইসলামি ব্যাংকের ৪.১৬ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৪.০৮ শতাংশ, বিআইএফসির ৪.০৫ শতাংশ, আইএলআইএল-১ম মিউচুয়াল ফান্ডের ৩.০৭ শতাংশ, ফরচুন সুজের ৩.০৩ শতাংশ, দুলামিয়া কটনের ৩ শতাংশ, মার্কেন্টাইল ইন্সুরেন্সের ২.৬৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ২.৪৩ শতাংশ দর কমেছে।