share bazar4

দেশ সমাচার ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৬৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। আজ শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেলো কর্মদিবসে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ৬৭ টাকা ১০ পয়সা। এদিন লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৭৩ টাকা ৮০ পয়সা। তারমানে কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। এতে করে জেএমআই হসপিটাল ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

অন্যান্য কোম্পানিগুলো হলো : আইপিডিসি ফাইন্যান্সের ৯.৫৫ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯.৪৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৮.৫১ শতাংশ, এবি ব্যাংকের ৫.৭১ শতাংশ, সোনালী পেপারের ৫.৬৪ শতাংশ, ফরচুন সুজের ৫.৫৬ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৫.০৪ শতাংশ, ডাচবাংলা ব্যাংকের ৪.৮৫ শতাংশ এবং জেনেক্স ইনফোসিসের ৪.৫৬ শতাংশ দর বেড়েছে।