ইউক্রেনকে আরও অস্ত্র দেবে মিত্ররা

অস্ত্র দেবে মিত্ররা

চলমান যুদ্ধে ইউক্রেনকে জয়ী করতে কিয়েভকে আরও অস্ত্র পাঠানোর অঙ্গীকার করেছে দেশটির মিত্ররা।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও অন্য মিত্র দেশগুলো ভিডিও কলে অনুষ্ঠিত বৈঠকের মিত্ররা অঙ্গীকার করেন। এসময়00 কিয়েভে আরও আর্টিলারি, অ্যান্টি-ট্যাংক এবং বিমান প্রতিরক্ষা সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দেয় তারা। খবর বিবিসির।

এক প্রতিবেদনে বলা হয়েছে, দিন দুয়েক আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে হামলা ব্যাপকভাবে জোরদার করেছে রাশিয়া। নতুন করে শুরু হওয়া রুশ এ হামলার মধ্যেই ইউক্রেনকে অস্ত্র সহায়তার এই প্রতিশ্রুতি সামনে এলো।

এদিকে ইউক্রেন বলছে, রাশিয়া দেশটির পূর্বে একটি নতুন সামরিক অভিযান শুরু করার কারণে আত্মরক্ষার জন্য তাদের অস্ত্রের প্রয়োজন। আর এ পরিস্থিতিতে রাশিয়ার এ নতুন আক্রমণের মধ্যেই পশ্চিমা নেতারা ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার ভিডিওকলে বৈঠক করেন।

বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, এরইমধ্যে ইউক্রেনের শক্তি বাড়াতে অতিরিক্ত সামরিক বিমান এবং বিমানের যন্ত্রাংশ দেশটিতে পাঠানো হয়েছে। এছাড়া ইউক্রেনের ক্ষতিগ্রস্ত অন্যান্য সামরিক সরঞ্জাম মেরামতের জন্যও প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশটিতে পাঠানো হয়েছে।